মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সুদান সরকারের বিরুদ্ধে দারফুরে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের মতে, নিজ দেশের সরকারের ফেলা রাসায়নিক বোমায় শিশুসহ দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দারফুরে। রাসায়নিক হামলার শিকারর ব্যক্তিদের রক্তবমি, শ্বাসকষ্ট হয় ও ত্বকে ফসকা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ কেউ মারা যায় আবার ভুগে ভুগেও অনেকে মারা যায়। সুদান সরকার ও বিদ্রোহীরা গত ১৩ বছর ধরে দারফুরে যুদ্ধে লিপ্ত আছে। অ্যামনেস্টির ক্রাইসিস রিসার্চ-বিষয়ক পরিচালক তিরানা হাসান জানিয়েছেন, নতুন করে সরকারি হামলার খবরে এই অর্থ দাঁড়ায় পরিস্থিতি পাল্টায়নি। অ্যামনেস্টি আট মাস ধরে এ বিষয়ে অনুসন্ধান চালিয়েছে। দারফুরের প্রত্যন্ত অঞ্চল জেবেল মারায় হত্যা, গণহত্যা, গণধর্ষণের মতো বিভৎস ঘটনার প্রমাণ পেয়েছে তারা। এ বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে বিদ্রোহী নেতা লিবারেশন আর্মির প্রধান আবদুল ওয়াহিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সুদানের সরকার অনুগত সেনাবাহিনী। অ্যামনেস্টির গবেষকরা সেখানে অন্তত ৫৬ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছেন, যারা দাবি করেছে- প্রায় ৩০ বার সুদানি বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।