Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউরোপে আইএসের শাখা গঠন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপে ইসলামিক স্টেটের (আইএস) সেল গঠনের চেষ্টার অভিযোগে সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেন, জার্মানি ও বেলজিয়াম কর্তৃপক্ষ। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিরা এসব দেশে আইএসের সেল গঠনের পাশাপাশি ইসলামী উগ্রবাদিতা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কাজ করছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন স্পেনের এবং একজন মরক্কোর নাগরিক। স্পেনের পুলিশ জার্মানি ও বেলজিয়ামের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ওই গ্রেপ্তার অভিযানগুলোতে কাজ করেছে।এই গোষ্ঠীটি ফেসবুক ব্যবহার করে তাদের কর্মকা- চালাচ্ছিল। ইসলাম ইন স্প্যানল অর্থাৎ, স্পেনে ইসলাম নামের একটি ফেসবুক পেইজ তারা পরিচালনা করতেন। ওই পেজের অনুসারী ৩২ হাজারের বেশি। ফেসবুকের ওই পেইজে ইসলামিক স্টেটের গুণকীর্তন করা হতো এবং সিরিয়া ও ইরাকের বাইরে যেসব জঙ্গিগোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন বার্তা এই পৃষ্ঠার মাধ্যমে ছড়িয়ে দেয়া হতো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপে আইএসের শাখা গঠন চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৫
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ