Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব বিবেক নাড়িয়ে দিল যে ছবি!

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিয়ের পর ৬২ বছর একসঙ্গে সংসার করেছেন কানাডার ওলফ্রাম এবং অনিতা গতসচাল্ক দম্পতি। দুইজনের বয়সই এখন আশির ঘরে। ছেলেমেয়েরা এখন যে যার সংসার নিয়ে ব্যস্ত। বৃদ্ধ বাবা-মাকে দেখার মতো সময় কোথায় তাদের? সিদ্ধান্ত হয়, দু’জনকেই পাঠিয়ে দেয়া হবে নার্সিং হোমে। বৃদ্ধাশ্রমে পাঠানোর এই সিদ্ধান্তে প্রবীণ এই দম্পতি যতটা না কষ্ট পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছেন যখন জানতে পেরেছেন তাদের জন্য ঠিক করা হয়েছে আলাদা নার্সিং হোম। বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে বিদায় মুহূর্তে আবেগে কেঁদে ফেলেন দু’জনই। সুখে-দুখে এতদিন একে অপরকে পাশে পেলেও এখন কাটাতে হবে জীবনের দুর্বিষহ দিনগুলো। তাদের সেই কান্নার একটি ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিন হাজারের বেশিবার শেয়ার হয়েছে ছবিটা। কয়েক লক্ষ বার দেখা হয়েছে তাদের সেই বিচ্ছেদের ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা সেই ছবি-ই যেন নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। প্রবীণ এই দম্পতির জন্য আবারো একই ছাদের নিচে বসবাস করার ব্যবস্থা করা হয়েছে। দু’জনকে এক জায়গায় নিয়ে আসার পর আবারো তারা কাঁদেন, তবে এবার সেই কান্না ঝরেছে আনন্দ অশ্রু হয়ে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব বিবেক নাড়িয়ে দিল যে ছবি!

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ