Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়ায় গণধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২১, ১২:০৭ এএম

ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত গণধর্ষণ নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। গত সপ্তাহে দক্ষিণ গোয়ার বেনাউলিম সমুদ্র সৈকতে দুই কিশোরী ধর্ষণ হয়েছিল। সে ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়ে। সে বিষয়ে রাজ্য বিধানসভায় গোয়ার মুখ্যমন্ত্রী ওই কিশোর-কিশোরী ও তাদের অভিভাবকদের দোষারোপ করেছেন। বুধবার বিধানসভার অধিবেশনে তিনি বলেন, রাজধানী পানেজাই শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ওই কিশোর-কিশোরীর বাবা-মা ওতো রাতে তাদের কীভাবে ছাড়ল? কী বলবেন তারা? তারা বলবেন যে তাদের সন্তানের কথা শোনে না? কেবল এই কারণে? এজন্য তো সরকার ও পুলিশ দায় নিতে পারে না। সাওয়ান্ত বলেন, সন্তানের নিরাপত্তা আগে বাবা-মাকেই নিশ্চিত করতে হবে। রাতে তাদের মেয়ে সন্তানকে বাইরে ছেড়ে দেওয়া উচিত হয়নি। বিশেষভাবে তারা প্রাপ্তবয়স্কও হয়নি। তিনি বলেন, আমরা কেবল পুলিশকে দোষ দেই। কিন্তু যে ১০ জন সমুদ্র সৈকতে গেল, তাদের মধ্যে চার কিশোর-কিশোরী কীভাবে রয়ে গেল? রাতে তো তাদের সমুদ্র সৈকতে পুরো রাত যাপন করার কথা নয়। কারণ তারা প্রাপ্তবয়স্ক নয়। তার এসব মন্তব্যে বিরোধী নেতারা চটে গেছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ