পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঠাকুরগাঁও কারাগারে থাকা বাবা-ভাইকে দেখতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। গত শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে কল পেয়ে সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর ইক্ষু খামার এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
ভূক্তভোগী ওই স্কুলছাত্রী জানান, গত শুক্রবার দুপুরে বালিয়াডাঙ্গী থেকে একটি পাগলুযোগে (থ্রি হুইলার) ঠাকুরগাঁও কারাগারে আসার সময় বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে বাবুল, ঘগার ছেলে তালেব, নেওঘাটির ছেলে আসলামসহ অপরিচিত আরও তিনজনসহ গলায় ছুড়ি ধরে। পরে মাথায় আঘাত করলে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি একটি ঘরে ছয়জন আমাকে ঘিরে ধরে আছে। তারা আমাকে নির্যাতন করলে আবার অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন জানান, হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত তথ্য জানা যাবে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয় মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।