Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ প্রস্ততকারক প্রতিষ্ঠানে অভিযান

১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা অর্থদন্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৭:৫৮ পিএম

আজ ২৯ই জুলাই কুষ্টিয়া জেলা শহরের কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত এলেক্স ইউনানি ল্যাবরেটরিজ নামক যৌন উত্তেজক সিরাপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷

ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এসএস পাউডার দ্বারা যৌন উত্তেজক সিরাপ প্রস্তুত ও গোপনে বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোঃ রফিকুল ইসলাম (৩০) কে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ (খ) লঙ্ঘনে একই আইনের ২৭ ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২,০০০০০/- ( দুই লাখ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত প্রায় ৪,০০০০ ( চার হাজার) বোতল নিষিদ্ধ ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়। জনস্বার্থে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে৷

জেলা প্রশাসন, কুষ্টিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এঁর ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর একদল চৌকস বাহিনী, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ