বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে প্রতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। এ সময় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়ে যায় অনেক। আমদানী করতে হয় বিভিন্ন দেশ থেকে। তাই ওই সময়ে পেঁয়াজের ঘাটতি মেটাতে রংপুরে ৫’শ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নিয়েছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে রংপুরের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারে গ্রীষ্মকালীন বীজ বিতরণ ও চারা উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায়, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আফতাব হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শামিমুর রহমান ও অতিরিক্ত উপপরিচালক (পিপি) অশোক কুমার রায় প্রমুখ।
কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, পেঁয়াজ গুরুত্বপূর্ণ মসলা জাতীয় ফসল হওয়ায় জন প্রতি দৈনিক ৩০/৩৫ গ্রাম পেঁয়াজের প্রয়োজন হয়। গত রবি মৌসুমে রংপুর জেলায় ২ হাজার ৮২৫ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। দেশে সাধারণত পেঁয়াজের ঘাটতি হয়ে থাকে নভেম্বর-ডিসেম্বর মাসে।
সরকার এই সময়ের সংকট বিবেচনা করে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ গ্রহণ করেছে। রংপুর কৃষি স¤প্রসারণ অধিদফতরের তত্ত্বাবধানে ৫’শ বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের উদ্যোগ নেয়া হয়েছে। এই পেঁয়াজ নভেম্বর-ডিসেম্বর মাসে উত্তোলন করা যাবে। নতুন এ কার্যক্রমটি দেশে পেঁয়াজের ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন কৃষি সস্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাগন। এ লক্ষ্যে রংপুরের বুড়িরহাট হার্টিকালচার সেন্টার, আঞ্চলিক ধান গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্রে ৩০ বিঘা জমির জন্য চারা উৎপাদন করে কৃষকের মাঝে বিতরণ করা হবে। অবশিষ্ট ৪৭০ বিঘা জমিতে রোপণের জন্য প্রয়োজনীয় চারা কৃষক পর্যায়ে উৎপাদন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।