বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে গত ২৪ ঘন্টায় ৫৭৬টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। আজ জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা এ তথ্য নিশ্চিত করেছেন। নমুনা পরীক্ষার অনুপাতে গড় শনাক্তের হার ২৩.৬১ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়,নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৩৫ জন, দাগনভূঞায় ৪৫ জন, সোনাগাজীতে ৯ জন, ফুলগাজীতে ৪ জন, পরশুরামে ১৮ জন ও ছাগলনাইয়ায় ২৪ জন রয়েছে। আজ পর্যন্ত ফেনীতে মোট করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩২ হাজার ৩৪৫টি,শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫২১ জনে। মৃত্যুবরণ করেছে মোট ৯৭ জন। এ পর্যন্ত টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছে ৭৩ হাজার ৩৯২ জন।
অন্যদিকে করোনা আক্রান্তদের মধ্যে ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ হন রোগী। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ১২৬ জন ।
এদিকে ফেনী জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন করোনার উপসর্গ নিয়ে ৩ জন ও করোনা পজিটিভ রোগী ১ সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।