Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনায় ৩ এবং উপসর্গে ৫জনের মৃত্যু, শনাক্ত ১১২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ২:৫৮ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ৮জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গে ৫জন মারা গেছেন। জেলার দুইটি হাসপাতালে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কাহালুর ইউসুফ(৬০), সারিয়াকান্দির জহুরা বেগম(৭০) এবং সদরের খাদিজা(৬৮)।

বগুড়ায় ২৪ ঘণ্টায় জেলায় ৫০২ নমুনায় নতুন করে আরও ১১২জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৬৭জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, এন্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫নমুনায় ১১জনের দেহে করোনা শনাক্ত হয়েছ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬১৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯জন এবং ৫৫৪জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৮১৪জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ