Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে লকডাউনের ষষ্ঠ দিনে ৭৮টি যানবাহনে মামলা ও আটক ১৩৬টি যান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১:৫৯ পিএম

কঠোর লকডাউনের ষষ্ঠ দিন গতকাল বুধবার সিলেটে ৭৮টি যানবাহনে মামলা ও আটক করা হয়েছে ১৩৬টি যান । একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে ৯৩ হাজার ৩০০ টাকা। বুধবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। যানবাহনে মামলা ও আটকের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে ৯৩ হাজার ৩০০ টাকা করা হয়েছে জরিমানা। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে দিবারাত্রি ৪৬টি চেকপোস্টে কর্তব্য পালন করছে নগরের বিভিন্ন স্থানে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় ৯৭টি টহল দল আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ