Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বাড়ছে-কমছে করোনার থাবা : আজ ১২ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১:৩৯ পিএম

গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে মারা গেছেন আরোও ১২জন। একই সময়ে বিভাগে নতুন করে আরও ৬৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের উপস্থিতি। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ৩১৪ জনে। এর মধ্যে সিলেট ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ ৪ হাজার ৪০০ জন, ৫ হাজার ১৯৮ জন মৌলভীবাজারে ও ৩ হাজার ১৫২ জন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৬৬০ জন করোনা আক্রান্ত রোগীর ৩১২ জনই সিলেটের। এছাড়া বিভাগে সুনামগঞ্জ ১৩০ জন, হবিগঞ্জের ৫৩ জন ও ৯১ জন মৌলভীবাজারের। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭৪ জন রোগীর শনাক্ত হয়েছে করোনা সিলেটে বিভাগে শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। এর ৪২ দশমিক ৭৫ শতাংশ সিলেট, সুনামগঞ্জ ৩২ দশমিক ৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০ দশমিক ১৫ শতাংশ ও ৪৫ দশমিক ৭৩ শতাংশ মৌলভীবাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১২ জন রোগী। এর মধ্যে ৮ জন সিলেটের া, একজন সুনামগঞ্জ ও একজন মৌলভাবাজারে বাসিন্দা। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন রোগী মারা গেছেন করোনায়। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা ৬৬৭ জন। এর মধ্যে সিলেট ৫২৪ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন, ৫৬ জন মৌলভীবাজারের ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এরমধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৯ জন, হবিগঞ্জ ৪ জন, মৌলভীবাজারে ৬ জন ও ১৭ জন ভর্তি হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮৯ জন। এর মধ্যে ভর্তি রয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৯ জন, সুনামগঞ্জে ৬৭ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ৩৪ জন । একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী হয়ে উঠেছেন সুস্থ। এদের মধ্যে ২৪০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া ৪০ জন সুনামগঞ্জে, ১৯ জুন হবিগঞ্জে, ২৯ জন মৌলভীবাজারের বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় আরও ৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২৯ হাজার ৯০৭ জন। এর মধ্যে সিলেট ২০ হাজার ৪১৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ২৬৫ জন, হবিগঞ্জ ২ হাজার ৪৫৭ জন, মৌলভীবাজারে ৩ হাজার ৫৮৩ জন ও ১৮৩ জন ওসমানী হাসপাতালে। এদিকে সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয় ১৭৪ জন। এর মধ্যে সিলেট ৩৯, সুনামগঞ্জ ৮৮, হবিগঞ্জ ৪৪ ও ৩৩ জনমৌলভীবাজার। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৬৫ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টিনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ