Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গত ২৪ ঘণ্টায় ১৪ জেলায় ১৩০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ১:২৮ পিএম

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জেলায় ১৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রতিনিধিদের পাঠানো তথ্যে এ খবর জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রাজশাহীতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১২৪ জন।

বরিশালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৬ জন। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৮৪ জনে।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৩১৫ জন। গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রামে করোনায় শনাক্তের হার বেড়েই চলছে। এ বিভাগে এখন পর্যন্ত মোট করোনায় শনাক্তের সংখ্যা ৭৯ হাজার ৭৫১ জনে।

এরপরই ময়মনসিংহে-১৭ জন, কিশোরগঞ্জে-৫ জন, কুমিল্লায়-৫ জন, কুষ্টিয়ায়-১১ জন, খুলনায়-১৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায়-২ জন, টাঙ্গাইলে- ৩ জন, ফরিদপুরে- ৭জন, যশোরে-৩ জন, পটুয়াখালীতে- ২ জন এবং দিনাজপুরে-৫ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ