Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত ১৩১৫, মৃত্যু ১৭ জনের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২১, ৯:৪০ এএম

চট্টগ্রামে করোনা সংক্রমণ শনাক্তে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার রেকর্ড ১৩১০ জন আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল সিভিল সার্জন অফিস। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় করোনায় আক্রান্ত আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে সর্বোচ্চ ৩৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংক্রমণ শনাক্ত হয়েছে আরো ১৩১৫ জনের। যা এ যাবত সর্বোচ্চ। আগের দিন বুধবার ৯১৫ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১৭ জনের। আর মঙ্গলবার ১৮ জনের মৃত্যু এবং শনাক্তের সংখ্যা ছিল ১৩১০। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্তের হার ৩৭ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৮৫৮ জন এবং বাকি ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৭৫১ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯৪৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ