বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : পাকিস্তানের ইসলামাবাদে সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত সমর্থনযোগ্য নয় তাই বয়কটের সিদ্ধান্ত পুর্নবিবেচনার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র এমপি তাহজীব আলম সিদ্দিকী।
গতকাল বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। এসময় স্পিকারে আসনে ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
এমপি তাহজীব আলম সিদ্দিকী বলেন, ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি আক্রমণের মদদ দিয়ে সম্পূর্ণ উপমহাদেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করেছে। এসকল বিষয় অকাট্য। কিন্তু এর কারণে বাংলাদেশসহ ভারত, ভুটান ও আফগানিন্তান পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলন যোগদান না করে বয়কট করার সিদ্ধান্ত ঠিক হয়নি এবং সমর্থনযোগ্য নয় বরং পাকিস্তানে গিয়ে সার্ক সম্মেলনকে উপযুক্ত প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে পাকিন্তানের জনগণের কাছে সরকারের কৃতকর্ম উপস্থাপন করলে অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসু হতো।
তিনি বলেন, এখানে আমি স্মরণ করিয়ে দিতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে যোগদানের বিষয়। বঙ্গবন্ধু অবশ্যই জানতেন পাকিস্তানি শাসকরা বাঙালীদের যৌক্তিক ও ন্যায্য দাবি কোন দিনই মেনে নেবে না, একথা জেনেও বৈঠকে যোগদান করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।