Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না শ্রীলঙ্কাও

প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদাদাতা : বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটানের পর এবার শ্রীলঙ্কাও পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে। তারা বলেছে, সার্ক সম্মেলনের পরিবেশ বিদ্যমান না থাকায় কলম্বোর কোনো প্রতিনিধি ইসলামাবাদে যাবে না।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে সার্থক আঞ্চলিক সহযোগিতার সফলতায় শান্তি ও নিরাপত্তা অতীব প্রয়োজনীয়। সার্কের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আঞ্চলিক সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ শ্রীলঙ্কা মনে করে, এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, যেন আঞ্চলিক সহযোগিতা নিশ্চিতের পরিবেশ তৈরি হয়।
বিবৃতিতে শ্রীলঙ্কার পক্ষ থেকে সবরকমের সন্ত্রাসের নিন্দা জানিয়ে এ সমস্যার সমাধানে চূড়ান্ত পদ্ধতি অবলম্বনের আহ্বান জানানো হয়।
ইসলামাবাদ সম্মেলন বয়কটকারী প্রত্যেকটি দেশই সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে এ বিষয়ে জানিয়ে দিয়েছে। শ্রীলঙ্কাও এ দলে চলে আসায় এখন বয়কটকারী সদস্যের সংখ্যা দাঁড়ালো পাঁচে। সার্কের আট সদস্য দেশের মধ্যে এখন বাকি কেবল আয়োজক পাকিস্তান আর মালদ্বীপ এবং সভাপতি দেশ নেপাল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে সার্ক সম্মেলনে যাবে না শ্রীলঙ্কাও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ