Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমেক হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন সিটি মেয়র

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৭:৪৩ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জন্য জরুরি চিকিৎসাসেবায় ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) এসব সিলিন্ডার দেন।

বুধবার (২৮ জুলাই) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীরের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন তারা। এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনা মোকাবিলায় বিশ্বের বুকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, সামর্থ্যবান মানুষ যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তার এ আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ খাদ্য, চিকিৎসাসহ বিভিন্নভাবে এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মসিক মেয়র আরও বলেন, ইতোপূর্বে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও দাঁড়াব। আমরা দেখেছি অনেক দেশে করোনা রোগী বৃদ্ধি পেলে চিকিৎসা-ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের যেন এ অবস্থা না হয়, সেজন্য সচেষ্ট থাকতে হবে। সচেতনতার মাধ্যমে সংকটকে জয় করতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সব সংকটে পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ, সরকার নির্দেশিত পন্থা অনুসরণ, মাস্ক পরিধান এবং টিকা নেওয়ার মাধ্যমে করোনা প্রতিরোধে প্রচারের মাধ্যমে আপনাদের আরও ভূমিকা রাখতে হবে। মেয়র টিটু আরও বলেন, কোভিড রোগীর চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেন। সেই অক্সিজেনের সংকটে যেন না পড়তে হয় সেজন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ৫০টি অক্সিজেন সিলিন্ডার আমরা দিচ্ছি।

করোনা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীম বলেন, যেকোনো সংকট মোকাবিলায় আমরা আপনাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যেকোনো সহযোগিতায় আমরা থাকব।

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ’র সভাপতি ডা. মতিউর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এইচএ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি শংকর সাহা প্রমুখ।

এদিকে, হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মসিক মেয়র ইকরামুল হক টিটু এবং চেম্বার সভাপতি আমিনুল হক শামীম করোনা রোগী ও মারা যাওয়া ব্যক্তিদের পরিবহনে মেডিকেল কলেজ ছাত্রলীগকে একটি ফ্রি অ্যাম্বুলেন্স এবং আটটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহ

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ