Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে করোনা পরীক্ষা স্যাম্পল দিতে এসে নারীর মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২১, ৬:২৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় করোনা পরীক্ষার জন্য স্যাম্পল দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে কামরুন্নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ওই নারী মতলব দক্ষিণ উপজেলার পদুয়া গ্রামের মো. আবদুর সাত্তারের স্ত্রী।

আবদুর সাত্তার জানান, কামরুন্নাহার কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এ কারণে আজ তাঁর করোনা পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দীন মাহমুদ বলেন, কামরুন্নাহার জ্বর, সর্দি ও কাশি নিয়ে অনেক দিন ধরে বাড়িতে থাকার কারণে তাঁর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠেছিল। এ অবস্থায় তিনি করোনার নমুনা দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাঁর লাশ পরিবারের লোকজন হাসপাতাল থেকে নিয়ে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ