Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মাত্র ২ কেজির জন্য পাকিস্তানি অ্যাথলেট তালহা তালিব পেলেন না অলিম্পিক পদক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ৯:২৪ পিএম

পাকিস্তানি অ্যাথলেট তালহা তালিব স্ন্যাচে তুলেছিলেন ১৫০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে ১৭০ কেজি। সব মিলিয়ে ৩২০ কেজি পর্যন্ত তুলেছিলেন তিনি। তবু টোকিও অলিম্পিকে ছেলেদের ৬৭ কেজি ওজন শ্রেণির ইভেন্ট শেষে পাকিস্তানের এই ভারোত্তলকের হয়তো আফসোস হয়েছে, আর মাত্র দুই কেজি যদি তুলতে পারতাম!

আর মাত্র দুই কেজি তুললেই যে অলিম্পিকের পদকতালিকায় থাকার সৌভাগ্য হয়ে যেত তালহার! ৬৭ কেজি ওজন শ্রেণিতে কাল পঞ্চম হয়েছেন তালহা, চতুর্থ হওয়া দক্ষিণ হান মিয়ংমক তুলেছেন ৩২১ কেজি, তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ইতালিয়ান ভারোত্তলক মির্কো জান্নি তুলেছেন ৩২২ কেজি। অলিম্পিক রেকর্ড ৩৩২ কেজি তুলে ওই ইভেন্টে সোনা জিতেছেন চীনের লিজুন শেন। আর ৩৩১ কেজি তুলে রুপা জিতেছেন কলম্বিয়ার লুইস হাভিয়ের মসকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টোকিও অলিম্পিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ