নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদলের সম্ভবনা নিয়ে মাঝে মাঝেই শোনা গেছে নানান গুজব। বিশেষ করে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, কখনো বাতাসে ভেসেছে পিএসজি’র নামও। তবে এবার সব গুঞ্জনে পানি ঢেলে দিলেন স্বয়ং রোনালদো নিজে। অন্তত আগামী দুই মৌসুম রিয়াল ছেড়ে কোথাও যাচ্ছেন না বলেই জানিয়েছেন ৩১ বছর বয়সী এই পর্তুগিজ স্ট্রাইকার। পরশু রাতে পিচিচি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমের সব গুঞ্জন উড়িয়ে দিলেন। লা লিগার সর্বোচ্চ (৪৮) গোলদাতা হিসেবে অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেয়া হয় পিচিচি ট্রফি। এ নিয়ে তৃতীয়বার এই ট্রফি নিয়ে ছুঁয়েছেন লিওনেল মেসিকে। গত ৬ বছর এই দু’জনের হাইে ঘোরাফেরা করছে ট্রফিটি। অনুষ্ঠানে লা লিগা কোচের পুরস্কার পান কার্লো আনচেলত্তি এবং স্পেনের জাতীয় দলের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেয়া হয় সর্জিও রামোসের হাতে। স্প্যানিশ ক্রিড়া পত্রিকা মার্কা প্রতি বছর এই পুরস্কার দিয়ে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।