Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড্রয়েও খুশী জিদান!

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক  : লা লিগায় টানা ১৬ জয়ে বার্সার রেকর্ড স্পর্শ করার পরই সুরটা কিভাবে যেন কেটে গেল। পরের তিন ম্যাচে কোন জয় নেই, তিনটিই ড্র। লা লিগায় শেষ ম্যাচে লাস পালমাসের চিত্রই যেন ফিরে এল পরশু ইদুনা পার্কে। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দুইবার এগিয়ে থেকেও ২-২ ড্র নিয়ে ফিরতে হল জিনেদিন জিদানের দলের। রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে ডর্টমুন্ডের অজেয় থাকার রেকর্ডটাও থাকল অক্ষুণ্য। তবে স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের কৃতিত্ব দিয়ে এই ফলকেও জিদান বললেন, ‘মন্দ না।’
শুরু থেকেই একের পর এক আক্রমণে বার্নাবুর দলকে চেপে ধরেছিল ডর্টমুন্ড। তবে স্রোতের বিপরীতে প্রতি আক্রমণ থেকে প্রথম গোল পায় সফরকারীরাই। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের ৯৫তম গোল করে দলকে এগিয়ে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর একের পর এক পরীক্ষা দিতে হয় রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে। ডর্টমুন্ডের একাধিক গোলের সুযোগ রুখে দেন নাভাস। অথচ সেই নাভাসেরই ভুলে প্রথমার্ধের শেষ দিকে স্কোরলাইনে সমতা আনেন পিয়েরে এমেরিক আউবামেয়াং। কাস্ত্রোর ফ্রি-কিকে খুব বেশি জোর ছিল না। নাভাস তা গ্রিফ না নিয়ে ফিস্ট করে বিপদমুক্ত করতে যান, কিন্তু বল ভারানের গায়ে লেগার পর ফিরতি বল জালে ঠেলে দেন আউবামেয়াং।
বিরতির পরও আক্রমণ অব্যাহত রাখে স্বাগতিকরা। তবে এই পর্বেও এগিয়ে যায় সফরকারীরা। করিম বেনজেমার শট বারে লেগে ফিরে আসে। ফিরতি বল চোট্ট টোকায় জালে পাঠান রাফায়েল ভারান। এই গোলেই জয়ের প্রতীক্ষায় ছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু নির্ধারিত সময়ের তিন মিনিট আগে বার্সাব্যু সমর্থকদের মন ভাঙা শট নেন সাবেক চেলসি স্ট্রাইকার আন্দ্রে শারলে। জার্মানির প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে চারটি ভিন্ন দলের হয়ে গোল করলেন শারলে। জিদানও ‘শেষ সময়ে গোল খেয়ে জয় বঞ্চিত হওয়া হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেন। তবে জয় না পেলেও শিষ্যদের পারফর্ম্যান্সে সন্তুষ্ট ফরাসি কোচ, ‘খেলোয়াড়রা ভালো খেলেছে, তাদের চেয়ে কিছুটা হলেও আমরা এগিয়ে ছিলাম, তাই জয় আমাদের প্রাপ্য ছিল। তবে এই ফলও খারাপ না।’ ৪৪ বছর বয়সী বলেন, ‘প্রথমার্ধে তারা আমাদের ভালোই ভুগিয়েছে কারণ তারা আমাদের ওপর অনেক চাপ তৈরি করেছিল।’ ম্যাচ শেষে তাই গোলরক্ষক নাভাস ও গোলদাতা ভারানও স্বীকার করেন, ‘ড্র করাটাও খারাপ ফল না।’
চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দিবসের খেলায় পরশু মাঠে নেমেছিল ‘ই’ থেকে ‘এইচ’ গ্রুপের দলগুলো। এদের মধ্যে কেবল লেস্টার সিটিই পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করতে পেরেছে। প্রথমবারের মত আসরে অংশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ কিং পাওয়ারে ইসলাম সিøমানির একমাত্র গোলে পর্তুগিজ প্রতিপক্ষ পোর্তোকে হারায় তারা। ঘরের মাঠে শেষ ২১ ম্যাচে লেস্টারের এটি ১৯তম জয়। অপরদিকে ইংলিশ ভূমিতে টানা ১৭ ম্যাচ জয়হীন থাকল পোর্তো।
একই দিনে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশি আরেক দল জুভেন্টাস। ক্রোয়েশিয়ান প্রতিপক্ষ ডায়নামো জাগরেবের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফেরে ইতালি চ্যাম্পিয়নরা। একটি করে গোল করেন বসনিয়ান মিডফিল্ডার মিরালেম জানিক, আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালা এবং বার্সার সাকেব ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজ।


একনজরে ফল
সিএসকেএ মস্কো ০-১ টটেনহাম
মোনাকো ১-১ লেভারকুসেন
ডর্টমুন্ড ২-২ রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং ২-০ লেজিয়া
কোপেনহেগেন ৪-০ ক্লাব ব্রুগ
লেস্টার ১-০ পোর্তো
জাগরেব ০-৪ জুভেন্টাস
সেভিয়া ১-০ লিঁও



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্রয়েও খুশী জিদান!

২৯ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ