Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাইপেকে সমীহ করেই জয়ের ছক বাংলাদেশের

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে টার্ফে নামার আগেই স্বাগতিক বাংলাদেশের লক্ষ্য ছিল ফাইনালে খেলা। লক্ষ্যপূরণে একধাপ এগিয়ে গেছে লাল-সবুজের যুবারা। ‘এ’ পুল সেরা হয়েই তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের শেষ চারে। গ্রুপ পর্ব উৎরে এখন অধিনায়ক রোমান সরকারদের চোখ শিরোপার দিকে। আর তা পেতে হলে শেষ চারে চাইনিজ তাইপেকে হারাতে হবে স্বাগতিকদের। এ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য জয় হলেও প্রতিপক্ষ তাইপেকে সমীহ করছে তারা। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে বাংলাদেশ-চাইনিজ তাইপে ম্যাচটি। এটিএন বাংলা খেলাটি সরাসরি সম্প্রচার করবে। একই টার্ফে বেলা ৩টায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত মুখোমুখি হবে। এই দু’ম্যাচে যারা জিতবে তারাই লড়বে আসরের ফাইনালে।
এই টুর্নামেন্টে আগের তিন আসরের একটিতে খেলেছিল বাংলাদেশ। ২০০০ সালে মালয়েশিয়ায় দশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির প্রথম আসরে তৃতীয় হয়েছিল লাল-সবুজরা। পরে ২০০৯ সালে মিয়ানমার এবং ২০১১ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত দু’আসরে অংশ নেয়নি তারা। তবে এবার ঘরের মাঠে ফাইনালে খেলে শিরোপা ছুঁতে চায় রোমান সরকারের দল। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫-৪ গোলে হারিয়ে বেশ উজ্জীবিত থেকে দ্বিতীয় ম্যাচে ওমানকে মোকাবিলা করে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ১০-০ গোলের জয় তাদের স্বপ্ন দেখায় টুর্নামেন্টে সেরার খেতাব জেতার। তাই শেষ চারে বেশ ফুরফুরে মেজাজে থেকেই রোমান, ফজলে রাব্বি, আশরাফুল, নাঈমরা চাইনিজ তাইপেকে মোকাবিলা করবে। আর এ ম্যাচে জয় ছাড়া কিছ্ইু ভাবছে না বাংলাদেশ। তবে তাইপেকে খাটো করে দেখছে না স্বাগতিকরা। তাই তো দলের কোচ জাহিদ হোসেন রাজুর শঙ্কা। তিনি বলেন, ‘একটা বিষয় নিয়ে খুব ভয়ে আছি। আর তা হলো অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতিপক্ষকে খাটো করে দেখা। অতিবিশ্বাসে যাতে অনাসৃষ্টি না হয়- সে দিকটাই খেয়াল রাখছি। যদিও খেলোয়াড়দের আচার-আচরণে এখনও সেটি প্রকাশ পায়নি। ভারতকে হারানোর পর ছেলেরা নিজের প্রতি আস্থা অর্জন করতে পেরেছে। সেই সুযোগটা কাজে লাগিয়ে ওমানের বিপক্ষে সেরাটা উপহার দিয়েছে। যে কারণে আশরাফুলের ওপর চাপ কমেছে। দলটি এখন সবদিক থেকেই ফিট আছে। ম্যাচে মনোসংযোগ ধরে রাখতে পারলেই ফলাফল আসবে।’ তিনি যোগ করেন, ‘শেষ চারের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান জিতলে আমি খুশি হবো। কারণ ভারত আমাদের অনেক কলাকৌশল জেনে গেছে। যেহেতু পাকিস্তানের বিপক্ষে আমাদেরকে এখনো খেলতে হয়নি, সেহেতু ফাইনালে তাদেরকে পাওয়া গেলে আমাদের টেকনিক ট্যাকটিসগুলো কাজে লাগবে।’
ম্যানেজার কাওসার আলী বলেন, ‘ফাইনালে খেলতে চাই। সেমিফাইনালে তাইপেকে হারিয়ে ফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য। তারা আমাদের চেয়ে খুব বেশি শক্তিশালী দল নয়। তারপরও তাদের হালকাভাবে নিচ্ছি না। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছেলেরা যেভাবে খেলেছে, শেষ চারেও যদি তারা তা দেখাতে পারে তবে জয় আমাদেরই হবে। আর ফাইনালে আমি ভারতকেই প্রত্যাশা করছি। আমার মনে হয় ভারত ফাইনালে উঠবে।’ অধিনায়ক রোমান সরকার বলেন, ‘আমরা সেমিফাইনালে তাইপের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। আমাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাইপেকে সমীহ করেই জয়ের ছক বাংলাদেশের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ