বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কঠোর লকডাউনের চতুর্থ দিন সোমবার ৫১টি যানবাহনে মামলা ও ৩৫টি আটক করা হয়েছে সিলেটে। একই সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে ২১ হাজার ৯০০ টাকা। সোমবার রাতে মহানগর পুলিশের গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় সিলেট মেট্রো পুলিশের অভিযানে ৪০টি সিএনজি চালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেল ও ১টি প্রাইভেট কারসহ মামলা দেওয়া হয় ৫১টি যানবাহনে। এছাড়া ১৫টি সিএনজি চালিত অটোরিকশা, ১০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার, অন্যান্য ৮টি সহ ৩৫টি যানবাহন করা হয় আটক। অপরদিকে পুলিশি, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে পৃথক ৫টি ভ্রাম্যমাণ আদালত বিধিনিষেধ ভঙ্গ করায় নগরের বিভিন্ন স্থানে ব্যক্তি ও প্রতিষ্ঠানে জরিমানা করেছে ২১ হাজার ৯০০ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহানগর পুলিশের (এসএমপি) ক্রাইম, ট্রাফিক বিভাগ, ডিবি পুলিশ, পুলিশ লাইন্সের কর্মকর্তা এবং ফোর্স যৌথভাবে ৪৬টি চেকপোস্ট করছে দিবারাত্রি নগরের বিভিন্ন স্থানে। এছাড়া সকল থানা, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ডিউটি করছে ৯৭টি টহল দল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।