Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ঈদ পরবর্তী লকডাউনের ৪ দিনে ১৪৮৪ মামলায় জরিমানা ৮,৬৩,৪৭৩ টাকা

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১:৪৮ পিএম

ময়মনসিংহে নভেলকরোনাভাইরাস রোধে ঈদুল আযহার পরবর্তী ৪ দিনে সরকার আরোপিত কঠোর লকডাউন অমান্য করায় ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ৪ দিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতে মোট ১ হাজার ৪ শত ৮৪ টি মামলায় সাকুল্যে ৮ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তন্মধ্যে সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত একদিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৩৪০ মামলায় ২লক্ষ ৩৯ হাজার ৭৩০ টাকা জরিমানা আদায় করেছেন।

এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।
আয়েশা হক জানান, ২৬ জুলাই তারিখে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন ১৪৮ টি মামলায় ৭২,০০০ টাকা, উপজেলা প্রশাসন ১৭৬ টি মামলায় ১,৬২,৩৮০ টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ টি মামলায় ৫,৩৫০ টাকা জরিমানা আদায় করে। একদিনে সর্বমোট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন মোট ৩৪০ মামলায় ২,৩৯,৭৩০ টাকা জরিমানা আদায় করে।

তিনি আরও বলেন, কঠোর লকডাউন শুরুর পর থেকে চার দিনে ১ হাজার ৪৮৪ মামলার বিপরীতে ৮ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও বলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ