Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় সর্বোচ্চ শনাক্ত রেকর্ড ৭ শতাধিক, মৃত্যু ৭ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১:১৬ পিএম

করোনাভাইরাসের ভয়াবহ ছোবলে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে সিলেটে। পেছেনের সব রেকর্ড ছাড়িয়ে ৭০৮ জন ব্যক্তির দেহে সংক্রমণ ধরা পড়েছে করোনাভাইরাসের। একই সময়ে আরও ৭ জন মারা গেছেন। বিভাগে এই প্রথম চব্বিশ ঘন্টায় ৭ শতাধিক ব্যক্তির দেহে ধরা পড়লো করোনার সংক্রমণ। এর আগে গত ১৮ জুলাই একদিনে সর্বোচ্চ ৬৮১ জন ব্যক্তির দেহে চিহ্নিত হয়েছিলেন করোনার সংক্রমণ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য। স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে বিভাগে ৭০৮ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ৪১৬ জন শনাক্ত হয়েছেন সিলেট, সুনামগঞ্জে ১২০ জন, মৌলভীবাজারে ১০৬ জন ও ৬৬ জন শনাক্ত হয়েছেন হবিগঞ্জে। মোট ১৭৯১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে এই ৭০৮ জনকে। শনাক্তের হার ৩৯.৫৩ ভাগ। এ নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯১৮ জনে। তন্মধ্যে সিলেট ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও ৪ হাজার ২৯৩ জন আক্রান্ত হয়েছেন হবিগঞ্জে। এছাড়া সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩ হাজার ২৫ জন, যাদের ক্ষেত্রে নির্দিষ্ট করে জেলা উল্লেখ করেনি স্বাস্থ্য অধিদফতর। এদিকে, গত চব্বিশ ঘন্টায় বিভাগে মারা গেছেন আরও ৭ জন। এদের ৬ জনই সিলেটের ও হবিগঞ্জের অপরজন । এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা এখন ৬৩৮ জন। সর্বোচ্চ ৫০৮ জন মারা গেছেন সিলেটে। বাকিদের মধ্যে সুনামগঞ্জে ৪৭ জন, মৌলভীবাজারে ৫৩ জন ও ৩০ জন মারা গেছেন হবিগঞ্জে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন ৩৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২২০ জনে। এছাড়া বর্তমানে সিলেটজুড়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৮০ জন করোনা রোগী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ