Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের ১২ জেলায় করোনা ও উপসর্গে ১৪৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:৩৭ পিএম

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ দিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এ জেলায় ২২ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এরপর ময়মনসিংহে ১৯ জন, বরিশালে ১৬ জন, খুলনায় ১১ জন, যশোরে ২ জন, ফরিদপুরে ৯ জন, কুমিল্লায় ১০ জন, চাঁদপুরে ৬ জন, টাঙ্গাইলে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন এবং চট্টগ্রামে ১৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯২ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ