Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে সর্বোচ্চ ২২৯জনের করোনা শনাক্ত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২১, ১২:০৩ পিএম

চাঁদপুরে ৫৮৭টি নমুনার মধ্যে সর্বোচ্চ ২২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ৩০.৫০%। ২৬ জুলাই সোমবার রাতে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৭০জন, হাজীগঞ্জে ২৫জন, ফরিদগঞ্জে ২০জন, মতলব উত্তরে ২জন, মতলব দক্ষিণে ২০জন, শাহরাস্তিতে ৪৪জন, কচুয়ার ৩২জন ও হাইমচরে ১৯জন ।

একই দিনে ১১০জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫৪জন, মতলব উত্তরে ৩জন, ফরিদগঞ্জে ১৬জন, হাজীগঞ্জে ৭জন, কচুয়ায় ১জন, শাহরাস্তিতে ২৬জন ও মতলব দক্ষিণে ৩জন।

সূত্র আরো জানায়, নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩৬৬জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ৬১৪১জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২০৬৪জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬৮জন। বাকীরা হোম আইসোলেশনে আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ