নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঝড়ের ‘কবলে’ সার্ফিং
আগামীকাল হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক সার্ফিংয়ের ফাইনাল। কিন্তু সার্ফিংয়ের ভেন্যু সুরিগাসাকি সৈকতে সেদিন ঝড়ের পূর্বাভাস থাকায় ফাইনালের সূচি এগিয়ে আনা হয়েছে। আজই হবে ছেলে ও মেয়েদের সার্ফিংয়ের ইভেন্টগুলো। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্ট। তার আগে সেমিফাইনাল নিশ্চিতে দূর্দান্ত কসরত দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী সার্ফার ক্যারোলিন মার্কস -টুইটার
পৌনে ৩ মিনিটেই কুপোকাত!
নারীদের ৫৭ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন কসভোর নোরা জাকোভা। ফাইনালে মাত্র পৌনে ৩ মিনিটের লড়াইয়ে ফ্রান্সের সারাহ-লিওনি কায়সিককে হারান তিনি। মাথায় ডাইভ দিয়ে আক্রমণ করার জন্য সরাসরি হানসোকু পেনাল্টি পেয়ে জয় পান জাকোভা। এ জাপানের টিসুকাসা ইয়োহিডা ও কানাডার জেসিকা ক্লিমকাইট জিতেছেন ব্রোঞ্জ।
এক ব্রোঞ্জেই কীর্তি‘মানোঁ’
ফেন্সিংয়ের সেইবার ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেই ইতিহাসের অংশ হয়ে গেলেন মানোঁ ব্রুনে। ফ্রান্সের হয়ে ব্যক্তিগত এই ইভেন্টে পদক পাওয়া প্রথম খেলোয়াড় তিনিই। ব্রোঞ্জ পদক নিষ্পত্তির ম্যাচে সোমবার হাঙ্গেরির আনা মার্টনের বিপক্ষে শুরুতেই বড় ব্যবধানে (১১-২) এগিয়ে যান মানোঁ। পরে একটু লড়াই হলেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ১৫-৬ পয়েন্টের ব্যবধানে। টোকিওর আসরে এ নিয়ে ফেন্সিং থেকে দ্বিতীয় পদক পেল ফরাসিরা। এ পর্যন্ত জেতা একমাত্র সোনার পদকও তারা ফেন্সিং থেকে পেয়েছে।
নিষিদ্ধ তবুও...
পুরুষদের স্কেট শুটিংয়ে স্বর্ণ জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিনসেন্ট হ্যানকক। নতুন অলিম্পিক রেকর্ড ৫৯ পয়েন্ট নিয়ে প্রথম হন তিনি। মাত্র একটি শট মিস করেন এ শুটার। তার চেয়ে ৪ পয়েন্ট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন ডেনমার্কের জ্যাসপার হানসেন। ব্রোঞ্জ জিতেছেন আব্দুল্লাহ আলরশিদি। তবে তাতেই অন্যরকম এক গল্পের জন্ম দিয়েছেন কুয়েতের এই শুটার। নিষিদ্ধ থাকলেও নিজ দেশের পতাকা নিয়েই পদক নিয়ে পোডিয়ামে উঠেছিলেন আলরশিদি! দেশের হয়ে এমন কীর্তি অর্জনের পর ওমন উদযাপন করতেই পারে যে কেউ!
ফেন্সিং-দুঃখ ভুললো হংকং
ফেন্সিংয়ের ফয়েল ইভেন্টে দুঃখ ভুলল হংকং। ইতালির দানিতেল গ্যারোজ্জোকে ফয়েলের ফাইনালে ১৫-১১ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন চিয়াং কা লং। অলিম্পিকে হংকংয়ের হয়ে কোনো পুরুষ অ্যাথলেটের এটাই প্রথম সোনা।
টিটিতে অঘটন
২০০৪ এথেন্স অলিম্পিকের পর এই প্রথম টেবিল টেনিসের কোনো ইভেন্টে সোনা হাতছাড়া করল চীন। প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ফাইনালে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম দুই সেটে পিছিয়ে থাকা জাপানি জুটি পরে দারুণভাবে খেলায় ফিরেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।