Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগামীকাল পাকিস্তান সফরে যাচ্ছেন সউদী পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৮:৫১ পিএম

সউদী পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ মঙ্গলবার পাকিস্তান সফরে যাচ্ছেন। এই সফরে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু’ নিয়ে আলোচনা করবেন। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র দফতর (এফও) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে বলা হয়, ‘দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পাক-সউদী সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে মত বিনিময় করবেন। সউদী কর্মকর্তা তার সফরে পাকিস্তানের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও সাক্ষাত করবেন। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, যুবরাজ ফয়সালের সাথে সউদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল থাকবেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে যে, পাকিস্তান ও সউদী আরব ‘দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সাধারণ বিশ্বাস, অংশীদারিত্বের ইতিহাস এবং পারস্পরিক সহায়তায় আবদ্ধ। এই সম্পর্ক সকল ক্ষেত্রে নিবিড় সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সহযোগিতার দ্বারা চিহ্নিত।’

চৌধুরী আরও উল্লেখ করেছেন যে, সউদী আরব, কাশ্মীর সম্পর্কিত ইসলামিক সহযোগিতা সংস্থার সংগঠনের সদস্য হিসাবে ‘কাশ্মীরের উদ্দেশ্যকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল। তিনি সউদী কর্মকর্তাদের ‘ঘন ঘন উচ্চ পর্যায়ের সফর’ কথা উল্লেখ করে বলেন যে ‘সম্পর্কের মূল বৈশিষ্ট্য যা পাকিস্তান এবং সউদী আরবের মধ্যে সম্পর্ককে আরও অবিচ্ছিন্ন মাত্রায়, আরও গভীর ও বিস্তৃত করতে সাহায্য করে।’

সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের প্রায় এক সপ্তাহ আগে ৬২ জন পাকিস্তানী বন্দিকে বিশেষ বিমানের মাধ্যমে সউদী আরব থেকে প্রত্যাবাসন করা হয়েছে। পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী ইমরান খান হস্তক্ষেপে তাদের প্রত্যাবাসনের জন্য তহবিলের ব্যবস্থা করার পরে বন্দীদের তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এই ঘোষণা দিয়ে ইমরান খান টুইটে জানিয়েছিলেন যে, ‘আমার নির্দেশে তহবিলের ব্যবস্থা করা হয়েছিল এবং একটি বিশেষ বিমান সউদী আরব থেকে ৬২ জন বন্দিকে ফিরিয়ে এনেছে, যাতে তারা পরিবারের কাছে ফিরে যেতে পারেন।’

এর আগে মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর তৎকালীন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী ঘোষণা দিয়েছিলেন যে, ইসলামাবাদ ও রিয়াদ সউদী আরবের কারাগারে বন্দী থাকা ২ হাজারেরও বেশি পাকিস্তানি বন্দিকে স্বদেশে প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি করেছে। ডনের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রী ইমরান খানের সউদী আরব সফরের সময় একই মাসে প্রধানমন্ত্রী যে চুক্তির কথা বলছিলেন তা স্বাক্ষরিত হয়েছিল। এছাড়াও, পাকিস্তান সরকার প্রতি সউদী আরব থেকে প্রতি বছর ১৫০ কোটি ডলারে তেল সুবিধা পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছিল। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ