Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ত্রী গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন শামীম ওসমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৮:১৪ পিএম

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় শামীম ওসমান নারায়ণগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।

আজ সোমবার দুপুরে শামীম ওসমান নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার প্রথম থেকেই কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন সালমা ওসমান লিপি। তিনি বলেন, এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সকলের কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে। গত বছরের সেপ্টেম্বরের ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি অসুস্থ ছিলেন বেশ কিছু দিন।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২৬ জুলাই, ২০২১, ৯:২৪ পিএম says : 0
    তেদের কে দোয়া করবে যারা দোয়া করার কথা তাহারা জেলে আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামীম ওসমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ