Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ৭:১০ পিএম

সুনামগঞ্জের ছাতকে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। ঈদের পর লকডাউনের ৪র্থ দিন সোমবার সকাল থেকেই মাঠে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে। ছাতক পৌরশহর ও গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলায় ১৩ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইসলাম উদ্দিন।

এসময় বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সর্তক করে দেয়া হয়। অভিযানের সময় সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। পৌরশহরে সতর্কতামূলক মাইকিং করেছে সেনাবাহিনীর সদস্যরা।

লকডাউন কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রিট ইসলাম উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ