Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ২:২৯ পিএম

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরছে মানুষ ও ব্যক্তিগত গাড়ি। তাদের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছেন না।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এই চিত্র দেখা যায়। এ সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিধিনিষেধে জরুরি সেবার যানবাহন পারাপারের জন্য সীমিত সংখ্যক ফেরি চলাচলের সুযোগে এসব যাত্রী ও ব্যক্তিগত গাড়িগুলো পারাপার হচ্ছে।

ঢাকামুখী যাত্রী কামাল হোসেন জানান, ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। অফিস থেকে কলে দেয়ার কারণে ঢাকাই যাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দীন বলেন, এই রুটে জরুরি সেবার যানবাহন পারাপার করা হচ্ছে। সেই সুযোগে কিছু যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল উঠছে। তবে ব্যক্তিগত গাড়িগুলো যথাযথ কারণের প্রমাণ দিতে পারলেই কেবল ফেরির টিকিট পাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঠোর বিধিনিষেধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ