Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার রিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০২১, ১০:০৪ এএম

চাঁদপুরে করোনা পরিস্থিতি ক্রমান্বয়েই অবনতি হওয়ায় চলমান বিধিনিষেধের বাইরে থাকা রিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। গতকাল রোববার (২৫ জুলাই) জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অঞ্জনা খান মজলিশ বলেন, যেহেতু অফিস-আদালত ও কলকারখানা সবকিছু বন্ধ, সেহেতু বিনা প্রয়োজনে মানুষ যাতে ঘর থেকে বের না হয় তাই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। শুধুমাত্র খাদ্য সামগ্রী বহনকারী যানবাহন চলাচল করার অনুমতি পাবে। যদি কারো খুব বেশি প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে যানবাহনের মাধ্যমে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হবে।’
জেলা প্রশাসক আরো বলেন, ‘প্রত্যেকটি পৌরসভায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এছাড়া চাঁদপুর পৌরসভার মেয়র একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছেন, যাতে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়। এ বিষয়ে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। যাতে সাধারণ মানুষ বিষয়টি অবগত থাকে এবং আজ সকাল থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।’
তিনি বলেন, ‘জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। দিন দিন শনাক্তের হার বেড়েই চলছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শনাক্ত ও মৃত্যুর হার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি প্রয়োজনে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।’



 

Show all comments
  • মুহাম্মদ রফিকুল ইসলাম। ২৬ জুলাই, ২০২১, ১১:১৬ এএম says : 0
    করোনা সংক্রমন প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। বাইরে বের হলে বুঝার উপায় নেই সাধারন মানুষের মধ্যে কোন আতঙ্ক আছ। সঠিক সিদ্ধান্ত মনে করছি।
    Total Reply(0) Reply
  • Ripon Zia ২৬ জুলাই, ২০২১, ১১:৩৬ এএম says : 0
    এই রকম করে লক ডাউনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে!! প্রাইভেট গাড়ির গুলোর ব্যাপারে কি কোন সিদ্ধান্ত নেওয়া যায় না?
    Total Reply(0) Reply
  • Md Nazeef ২৬ জুলাই, ২০২১, ১১:৩৭ এএম says : 0
    এই কাজটা ঠিক হলোনা। এসব বাড়াবাড়ি ভালো কিছু বয়ে নিয়ে আসবে না।
    Total Reply(0) Reply
  • Lavlu Rasa ২৬ জুলাই, ২০২১, ১১:৩৭ এএম says : 0
    অলিগলিতে রিক্সা বন্ধ করুন সবার আগে।
    Total Reply(0) Reply
  • Md Ifti Ahsan ২৬ জুলাই, ২০২১, ১১:৩৮ এএম says : 0
    লক ডাউন = অসহায় প্রজাদের দমন
    Total Reply(0) Reply
  • MD Habib ২৬ জুলাই, ২০২১, ১১:৩৮ এএম says : 0
    রিক্সা ও সাইকেল বন্ধ করার আগে প্রাইভেট, জিপ গাড়িগুলো আগে বন্ধ করুন।
    Total Reply(0) Reply
  • MD. AFZAL HOSSAIN ২৬ জুলাই, ২০২১, ১০:২০ পিএম says : 0
    ঘরের বাইরে মাস্ক ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া আর শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা গেলে সবকিছুই স্বাভাবিক রাখা যেত। যেহেতু আমরা তা করছি না, সরকারের কাছে তাই লকডাউনের বিকল্প কিছু নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ