বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় লকডাউন না মানায় এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে। পৌর শহরের বিভিন্ন পয়েন্টে কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সর্বমোট ২৬,৪০০/ টাকা জরিমানা করেন। রবিবার সকাল ১০.৩০টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত কলাপাড়া পৌর শহরের নতুন বাজার, বাদুরতলী, শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা, পাখিমারা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা এসময় উপস্থিত ছিলেন ।
এসময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারামতে ১১ জনকে ছয় হাজার নয়শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, লকডাউনের ৩য় দিনে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্য বিধি অমান্য করায় নয় জনকে পৃথক মামলায় অর্থদন্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অন্যদিকে শনিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা পৌর শহরের বিভিন্ন জায়গায় বিধি-নিষেধ না মেনে বিয়ে বাড়িতে গন জমায়েত ও লকডাউন অমান্য করায় ৭ জনকে ১৯,৫০০/ টাকা জরিমানা করা হয়।
এসময় কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক উপস্থিত সাংবাদিকদের সাথে বলেন, কঠোর লকডাউনের সরকারী নির্দেশনা মেনে চলার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।