Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে একদিনে আরো ৫৮ জন করোনায় আক্রান্ত!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৭:৩৮ পিএম

নাটোরের লালপুরে একদিনে সর্বচ্চ ৫৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবের পরীক্ষার জন্য পাঠানো ১৪৯ জনের নমুনা পরীক্ষা রিপোর্টে নতুন করে ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয় ও লালপুর হাসাপাতালে র‌্যাপিড এন্টিজেন টেষ্টে ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
রবিবার (২৫ জুলাই) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাবুদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান,‘গত ১১,১৩ ও ১৪ তারিখে পরীক্ষার জন্য ১৪৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো আজ তার রিপোর্টে ৪৭ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। অপর দিকে আজ হাসপাতালে ৮৬ জনের এন্টজেন টেষ্টে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’
তিনি বলেন,‘বর্তমানে লালপুরে আশঙ্কাজনক হারে করোনা সংক্রামন বাড়ছে। সবাই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে সংক্রামনের হার আরো বৃদ্ধি পাবে বলে জানান এই কর্মকর্তা।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার জানান,‘করোনা সংক্রামন রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী বিধিনিষেধ প্রতিপালনে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ