Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরগুনায় ২৪ ঘন্টায় ১২০ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৭

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৬:৩১ পিএম | আপডেট : ৬:৪৪ পিএম, ২৫ জুলাই, ২০২১

বরগুনা জেলায় শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় এ পর্যন্ত রেকর্ড পরিমাণ ১২০ জন পজেটিভ শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় মারা গেছে ৭ জন, মোট জেলায় আজ পর্যন্ত মৃত্যু ৭২জন। শনাক্তকৃতদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৩২জন, আমতলি উপজেলা ১২জন, পাথঘাটা উপজেলা ৩ জন, বেতাগী উপজেলা ৯জন, বামনা উপজেলা ৮ জন এবং তালতলী উপজেলা ৮ জন শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২৫৫০ জন পজেটিভ শনাক্ত হয়েছে। সুস্হ হয়েছেন ১৪৬৭ জন, চিকিৎস্বাধীন আছে ১০১১ জন। ৭ জনই বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। এদের মধ্য ৪জন মহিলা ও ৩ জন পুরুষ রয়েছে।

এদিকে তৃতীয় দিন লকডাউন চলছে বরগুনাতে জরুরি প্রয়োজন ছাড়া যারা নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্য বিধি মানছেন না তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাসহ আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনের গতিবিধি রোধ করার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট।

লকডাউন ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। বরগুনা জেলায় কঠোর ভাবে লকডাউন পালনের লক্ষ্যে কয়েক প্লাটুন বিজিবি, পুলিশ নৌ বাহিনী ও রেডক্রিসেন্ট এবং জেলা, উপজেলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ