Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মৃত বীর মুক্তিযোদ্ধা হরেন ডিসির রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৫:৫১ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বামনখান গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, বিপ্লবী মুজিব নগর সরকারের কর্মকর্তা, বাংলাদেশ সিভিল সার্ভিসের সিনিয়র সদস্য ও প্রাক্তন জেলা প্রশাসক শ্রী হরেন্দ্র নাথ হাওলাদার (৮৪) গতকাল ২৪ জুলাই শনিবার রাত ১১ ঘটিকায় রাজধানির জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে আইসিইউতে পরলোক গমন করেন। ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি কোভিড-১৯ আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তিনি বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি এলাকায় সর্বজন শ্রদ্ধেয় হরেন ডিসি নামে পরিচিত। একজন ত্যাগী, কর্মঠ, সৎ, জনপ্রিয় ও দেশপ্রেমিক মানবহিতৈষী কর্মকর্তা হিসাবে রাষ্ট্রীয় ভাবে শ্রী হরেন্দ্র নাথ হাওলাদার স্বীকৃত ও বরণীয় ছিলেন। মৃত্যু কালে তিনি দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ বহুস্বজন, আত্মীয়বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মরদেহ নিজ বাড়ি রাজাপুর উপজেলার বামনখান গ্রামে পৌছেলে রবিবার দুপুরে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়েছে দেশের অন্যতম বীরমুক্তিযোদ্ধা ও বিপ্লবী মুজিব নগর সরকারের কর্মকর্তাকে। জেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো শেষে পারিবারিক শ্মশানঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়াই করেছেন শ্রী হরেন্দ্র নাথ হাওলাদার, সেই স্বপ্ন নিয়েই আগামী প্রজন্ম কাজ করবে বলে প্রত্যাশা পরিবারের সদস্যদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ