বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা মোকাবেলায় বন্ধু দেশ ভারতের পাঠানো ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন আজ শনিবার রাত ১০ টায় বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। প্রথমবারের মতো ভারতীয় রেলওয়ের “অক্সিজেন এক্সপ্রেস” ১০টি কন্টেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে সরাসরি বেনাপোল বন্দরে এসে পৌছায়। অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লি: পন্যচালানের রাজস্ব পরিশোধ করে রাতেই খালাশ নেবেন বলে কাস্টমস সুত্র জানায়।
আজ রবিবার সকালে “অক্সিজেন এক্সপ্রেস” ১০টি কন্টেইনার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। করোনা মোকাবিলায় ভারত থেকে আসা ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারী ভারতীয় রেলওয়ের কন্টিইনার গুলো আনলোড করে আবার আজই ফিরে যাবে ভারতে।
ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে এসছে এই প্রথম। ভারতে চলতি বছরের ২৪ এপ্রিল এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম প্রতিবেশী কোন দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। ভারতের অভ্যšতরে এ পর্যন্ত এই ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু আছে।
ভারত- বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর মতিয়ার রহমান জানান, আজ শনিবার টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগের কাছে বাংলাদেশের বেনাপোল বন্দরে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়। তিনি বলেন, আমদানিকৃত অক্সিজেনের বিপরীতে ১৬ লাখ টাকা রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাশ নিতে হবে। সরকারের কাছে অক্সিজেনের শুল্ক উঠিয়ে দেয়ার জোর দাবি জানান তিনি।
আজ সকাল থেকে সাড়ে ৯টায় ঝড়খান্ডের জামশেদপুর থেকে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন লোডিং করে “অক্সিজেন এক্সপ্রেস” রাত ১০ টায় বেনাপোল বন্দরে প্রবেশ করে। দেশের চলমান করোনার মোকাবিলায় দেশের হাসপাতালগুলিতে এ অক্সিজেন সরবরাহ করা হবে।
বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো: আজিজুর রহমান বিষয়টির নিশ্চিত করে বলেন, আজ শনিবার রাত ১০ টার দিকে “অক্সিজেন এক্সপ্রেস”এর ১০টি কন্টেইনার বেনাপোল বন্দরে এসে পৌছেছে। কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতীয় “অক্সিজেন এক্সপ্রেস” কন্টিইনার নিয়ে সরাসরি যমুনা ব্রীজে পৌছে বাংলাদেশী ট্যাংকারে খালি করে আবার ভারতে ফির যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।