Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনের ব্যবধানে সিলেটে করোনায় মৃত্যু হলো ১০ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ২:৫১ পিএম

গত ২৪ ঘন্টা না পেরুতেই ফের আতঙ্ক ছড়িয়েছে করোনা সিলেটে। একদিনের ব্যবধানে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ১০ জন। আগের দিন করোনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিল সিলেট বিভাগে। এর ৬ জনই সিলেটের বাসিন্দা। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা আক্রাক্ত সনাক্ত হয়েছেন ৪৪০ জন। আর হাসপাতাল ও বাসায় চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু, আক্রান্ত সনাক্ত ও সুস্থতার তিন সূচকই ছিল উর্ধ্বমূখী। অপরদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১২২৩টি । এর মধ্যে আক্রান্ত সনাক্ত হন ৪৪০ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ৩৫.৯৮ শতাংশ। আগের দিন সনাক্তের হার ছিল ৩৪.৭৯ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সনাক্তের হার সবচেয়ে বেশি ছিল হবিগঞ্জে। এই জেলার ১২০ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত সনাক্ত হন ৬৩ জন। সনাক্তের হার ছিল ৫২.৫০ শতাংশ। এছাড়া সিলেটের ৭৮০টি নমুনা পরীক্ষা করে ২৬৬ জন, সুনামগঞ্জের ২২১টি নমুনা পরীক্ষায় ৭৮ জন ও ১০২টি নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের করোনা পজেটিভ সনাক্ত হয় ৩৩ জনের। এছাড়াও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জনের শরীরে সনাক্ত হয়েছে করোনা ভাইরাসের অস্তিত্ব। আক্রান্ত সনাক্তের হার ছিল সিলেটে ৩৪.১০ শতাংশ, সুনামগঞ্জে ৩৫.২৯ শতাংশ ও মৌলভীবাজারে ৩২.৩৫ শতাংশ। নতুন এই ৪৪০ জনসহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬৪৬ জনে। এর মধ্যে সিলেটের ১৯ হাজার ৯৫০ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯৭৯ জন, হবিগঞ্জের ৪ হাজার ৮১ ও ৪ হাজার ৭১৪ জন রয়েছেন মৌলভীবাজারের। গত ২৪ ঘন্টায় বিভাগে করোনা মৃত্যু ১০ জনের মধ্যে সিলেটের ৬ জন, মৌলভীবাজারের ৩ জন ও ১ জন রয়েছেন সুনামগঞ্জের। এই ১০ জন নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬১৭ জনে। এর মধ্যে শুধু সিলেট মারা গেছেন ৪৯১ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ২৮ জন ও ৫৩ জন রয়েছেন মৌলভীবাজারের। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা ছিল বেশি। ওই সময়ে বিভাগে যে ৪৭৩ জন সুস্থ হয়েছেন এরমধ্যে সর্বোচ্চ ২৪৭ জন ছিলেন সিলেটের, ৯৮ জন, মৌলভীবাজারের, ৯১ জন সুনামগঞ্জের ও ২৯ জন রয়েছেন হবিগঞ্জের। এনিয়ে বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪১৯ জনে। এরমধ্যে সিলেট ১৯ হাজার ৪৩৬ জন, সুনামগঞ্জের ৩ হাজার ১০৪ জন, হবিগঞ্জের ২ হাজার ৩৯১ জন ও ৩ হাজার ৩৫৬ জন রয়েছেন মৌলভীবাজারের। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫১ জন। আর সবমিলিয়ে বর্তমানে ৩৮৫ জন আছেন হাসপাতালে চিকিৎসাধীন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ