Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে ১ জনের মৃত্যু আক্রান্ত ১৯৬

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ২:৪৫ পিএম

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মরণঘাতী ভাইরাসে জেলায় মোট ২৫০ জন মৃত্যুবরণ করেছেন। মৃত নারী (৬৭) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এদিকে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৯৬ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৮ হাজার ২৫৫ জন।
রবিবার (২৫ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮০ জন, সদরে ৬৩ জন, বন্দরে ২১ জন, আড়াইহাজারে ২ জন সোনারগাঁয়ে ২১ জন ও রূপগঞ্জে ৯ জন আক্রান্ত হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১২৫ জন ও আক্রান্ত ৬ হাজার ৬৩৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪৭ জন ও আক্রান্ত ৩ হাজার ৭৮৩ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৪৭ ও মারা গেছেন ১৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১ হাজর ১৮৩ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ৮০১ জন ও মারা গেছেন ৪৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৫ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২০৬ জন।
জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩৫ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১৫ হাজার ৫৬ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৫ হাজার ৫৮৩ জন, সদর উপজেলার ৩ হাজার ২৬ জন, রূপগঞ্জের ২ হাজার ৮০৪ জন, আড়াইহাজারের ৯৯২ জন, বন্দরের ১ হাজার ১৯৫ ও সোনারগাঁয়ের ১ হাজার ৪৫৬ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ