Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটি কাটিয়ে নমুনা পরিক্ষা বৃদ্ধির সাথে দক্ষিনাঞ্চলে করোনা সনাক্তের সংখ্যাও চারগুন বাড়ল মৃত্যু আরো ৪ জনের

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ২:৩৯ পিএম

ঈদের ছুটির রেশ কাটিয়ে নমুনা পরিক্ষা বৃদ্ধির সাথে রোববার দুপুরের পূবর্ববর্তি ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন সংখ্যা ২৪ ঘন্টার ব্যাবধানে ৪ গুনেরও বেশী বৃদ্ধি পেয়েছে। এসময়ে পিরোজপুর ও ঝালকাঠীতে ৩ নারী ছাড়াও পটুয়াখালীতে এক পুরুষ সহ মৃত্যু হয়েছে আরো ৪ জনের। গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ২ হাজার একজনের নমুনা পরিক্ষায় ৭৬৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে সর্বমোট ১ লাখ ৪৮ হাজার ৬৮৬ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা দাড়িয়েছে ২৮ হাজার ৯১১ জনে। গড় সনাক্তের হার ১৯.৬৫% হলেও গত ২৪ ঘন্টায় তা ছিল প্রায় ৩৮%।
আর চলতি মাসের প্রথম ২৫ দিনে এ অঞ্চলে ৩১ হাজার ৯১২ জনের নমুনা পরিক্ষায় ১১ হাজার ৩২২ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল মহানগরীতেই সনাক্তের সংখ্যা ২ হাজার ৭২৩। এসময়ে মহানগরীতে ৯ জন সহ দক্ষিণাঞ্চলে মৃত্যু হয়েছে ১১৫ জনের। চলতি মাসে সনাক্তের হার ৩৫%-এ বেশী।
গত ২৪ ঘন্টায় বরিশাল সহ দক্ষিণাঞ্চলের প্রতিটি জেলাতেই সনাক্তের সংখ্যা আশংকাজনক হারে বেড়েছে। এমনকি ভোলা ও বরগুনাতে সনাক্তের সংখ্যা এযাবতকালের সর্বোচ্চ পর্যায়ে পৌছেছে গত ২৪ ঘন্টায়। রোববরার দুপুরে পূর্ববর্তি ২৪ ঘন্টায় মহানগরীতে ১২৩ জন সহ বরিশাল জেলায় নতুনকরে ২৭৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট সনাক্তের সংখ্যা দাড়াল ১২ হাজার ৩০২ জনে। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। যারমধ্যে মহানগরীতেই ৮ হাজার ৩৩০ জন আক্রান্তের মধ্যে ৭৬ জনের মৃত্যু হয়েছে। গড় সনাক্তের হারে দক্ষিণাঞ্চলের ৬ জেলার মধ্যে বরিশালের অবস্থান তৃতীয় ২২.৮৯%।
নতুনকরে ঝুকি সৃষ্টিকরা বরগুনাতে গত ২৪ ঘন্টায় ৩৮৬ জনের নমুনা পরিক্ষায় এযাবতকালের সর্বাধীক ১১৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ মৃত্যুহারের এ জেলাটিতে ইতোমধ্যে ১৬ হাজার ৯৬৪ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ২ হাজার ৫০৭। মারা গেছেন ৫৪ জন। জেলাটিতে মৃত্যুহার ২.১৫%। সনাক্তের হার ১৪.২২%।
আরেক ঝুকিপূর্ণ জেলা ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৩৪১ জনের নমুনা পরিক্ষায় ১০৭ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলার রাজাপুরের পূর্ব কানুদাশকাঠীতে ৪৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে ৫৩ জনের মৃৃত্যু হল। আর ১৩ হাজার ৪৮৮ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৬৪৪ জনের দেহে করোনা সনাক্ত হল। সনাক্তের হার দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ২৭.০২%। মৃত্যুহারও এ জেলায় ১.৪৫%।
পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ২৪৫ জনের নমুনা পরিক্ষায় ১০৬ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলার দশমিনাতে ৬০ বছরের এক
জনের মৃত্যু হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। এনিয়ে দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বাধীক মৃত্যু তালিকার পটুয়াখালীতে ৭১ জন মারা গেলেন। মৃত্যু হার ১.৯৯%। জেলাটিতে এপর্যন্ত ২৪ হাজার ৮১৫ জনের নমুনা পরিক্ষায় ৩ হাজার ৫৫৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। সনাক্তের হার ১৩.৭৮%।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় ২৪ ঘন্টায় এযাবতকালের সর্বাধীক ১০২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এসময়ে দ্বীপজেলাটিতে ২১৭ জনের নমুনা পরিক্ষায় প্রায় ৪৭%-এর দেহে করেনা পজিটিভ সনাক্ত হয়। জেলাটিতে এপর্যন্ত ১৮ হাজার ২৪ জনের নমুনা পরিক্ষায় সনাক্তের সংখ্যা ২ হাজার ৮৬৯ জন। মৃত্যু হয়েছে ৩০ জনের। ভোলাতে রোববার পর্যন্ত গড় সনাক্তের হার ছিল ১৫.৯০% এবং মৃত্যুহার দক্ষিণাঞ্চলের সর্বনি¤œ ১.০১%।
গত ২৪ ঘন্টায় পিরোজপুরে দক্ষিণাঞ্চরের সর্বনি¤œ সংখ্যক মাত্র ১৮৬ জনের নমুনা পরিক্ষায় ৫৯ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে জেলা সদর হাসপাতালে সদর উপজেলার চলিশা ও ইন্দুরকনীর দুই নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট আক্রান্ত ৩ হাজার ৯৩০ জনের মধ্যে ৬৩ জনের মৃত্যু হল। খুলনা-বাগেরহাট সীমান্তের এ জেলায় এখন সংক্রমন হার দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ,২৫.০৮% এবং মৃত্যুহারও তৃতীয় সর্বোচ্চ ১.৬০%।
স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় ১২৬ জন সহ এ পর্যন্ত ১৭ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে সুস্থতার এ হার গত ২৫ দিনে ২১.৫৯% হ্রাস পেয়ে রোববার সকালে ছিল ৬১.৬৩%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ