Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে করোনায় মৃত্যুবরণকারী বিপ্লব কুমার সাহার শবদেহ সৎকার করল জেলা পুলিশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ২:২০ পিএম

করোনা রোগে মৃত্যু বরণকারী বিপ্লব কুমার সাহার শবদেহ সৎকার করল ফরিদপুর জেলা পুলিশ।
আজ জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ দুপুর আনুমানিক দুই টার সময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর সদর উপজেলার সেক্রেটারি রনি তরফদার জানান যে, ৬ নং মাছচর ইউনিয়ন পরিষদের কৌরপুয গ্রামের বাসিন্দা বিপ্লব কুমার সাহা (৫৫) করোনা আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার দুই মেয়ে, কোন ছেলে সন্তান নাই। তার সৎকার কাজের জন্য গ্রামের মানুষের সহায়তা না পাওয়ায় এবং তাদের নিজেদের করোনা সুরক্ষা সামগ্রী না থাকায় জেলা পুলিশের সহায়তা কামনা করেন। পুলিশ সুপার, ফরিদপুর জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের পক্ষ হতে এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন (আরও-১) –এর নেতৃত্বে ফরিদপুর জেলা পুলিশের একটি দল মৃতের বাড়িতে উপস্থিত হয়ে বিপ্লব কুমার সাহার মৃতদেহ লক্ষীদাসের হাট শশ্মানে সৎকারের ব্যবস্থা করে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ