Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় করোনা ও উপসর্গে মৃত ১২

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:৪৪ পিএম

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫জন এবং উপসর্গে ৭জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের জিয়াউল আলম(৪০), আজিজুল হক(৬৮), হাসিনা(৬২), আলী আজম(৬০) এবং শাজাহানপুরের রফিকুল ইসলাম(৫০)।

এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৮৪০ নমুনায় নতুন করে আরও ২৪২জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২নমুনায় ৯৫জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় ৪জন, এন্টিজেন পরীক্ষায় ১৮৮ নমুনায় ৪২জন, ঢাকায় পাঠানো ৩৩৭ নমুনায় ৯২জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪নমুনায় ৯জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৮দশমিক ৮০শতাংশ। এদের মধ্যে সদরের ১৪৫, সারিয়াকান্দি ২৯, শেরপুর ১৪, শাজাহানপুরে ১২, দুপচাঁচিয়ায় ৯, সোনাতলায় ৮, গাবতলীতে ৬, ধুনটে ৬, কাহালু ৪, শিবগঞ্জ, আদমদীঘি ও নন্দীগ্রামে ৩জন করে। এছাড়া একই সময়ে করোনা থেকে ২১২জন সুস্থতা লাভ করেছেন।


বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রোববার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৭জন এবং ৫৩৮জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৩৯জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ