Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১৮৪ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ৮:২০ এএম

চট্টগ্রামে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ১৮৪ মামলায় ৫২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত পর্যন্ত জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ’র ২ জন ম্যাজিস্ট্রেটসহ মোট ২১ জন ম্যাজিস্ট্রেট মহানগরীর বিভিন্ন স্থানে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন । নগরীর ডবলমুরিং, সদরঘাট এলাকায় অভিযান পরিচালনায় করেন ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ১৪ মামলায় মোট ৩২৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান ও রেজওয়ানা আফরিন ৩১ মামলায় ৮৮৪০ টাকা অর্থদণ্ড আদায় করা করেন। পাশাপাশি হালিশহর এলাকায় আশরাফুল হাসান ও সুজন চন্দ্র রায় ১০ মামলায় মোট ১০৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। বায়েজিদ ও আকবরশাহ এলাকায় মোজাম্মেল হক চৌধুরী ও গালিব চৌধুরী ২২ মামলায় ৪৬০০ টাকা জরিমানা আদায় করেন নাঈমা ইসলাম ও মামনুন আহমেদ অনিক চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ১৮ টি মামলায় ৪১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। চান্দগাঁও, পাঁচলাইশ ও খুলশী এলাকায় মো. জিল্লুর রহমান ও প্লাবন কুমার বিশ্বাস ২৪ মামলায় ৪০০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। মো. রাজিব হোসেন বন্দর ও ইপিজেড এলাকায় ১০ মামলায় ১৯০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। অন্যদিকে পতেঙ্গা, ইপিজেড, বন্দর ডবলমুরিং, সদরঘাট, খুলশী, বায়েজিদ, আকবরশাহ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক ৬ মামলায় ২৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলি, কর্ণফুলী এলাকায় হুছাইন মুহাম্মদ, আব্দুল্লাহ আল মামুন ও প্রতীক দত্ত ৩৪ মামলায় মোট ১০২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়া বিআরটিএ, চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহারিয়ার মুক্তার ও শান্তনু কুমার দাস নিউমার্কেট, নতুনব্রীজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ টি মামলায় মোট ৮৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ