Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাই হিলস পরে ওঠা যাবে না বিশ্বের উচ্চতম কাচের ব্রিজে

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফের খুলে দেয়া হল বিশ্বের সব থেকে লম্বা এবং উঁচু কাচের ব্রিজ। তবে হাই হিলস পরে ওঠা যাবে না বিশ্বের উচ্চতম এ ব্রিজে। চীনের হুনান প্রদেশের এই ব্রিজটি বিগত একমাস যাবত বন্ধ ছিল নিরাপত্তার কারণে। অক্টোবরে চীনের গোল্ডেন উইক হলিডে উপলক্ষে খুলে দেয়া হল এই ব্রিজটি। প্রসঙ্গত, গত ২০ আগস্ট উদ্বোধনের পরে মাত্রাতিরিক্ত পর্যটক আসার কারণে সেপ্টেম্বরের শুরুতে বন্ধ করে দেয়া হয় এই ব্রিজ। ইউনেস্কো-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট জাং জিয়াজি-র গ্র্যান্ড ক্যানিয়ন সিনিক এরিয়ার অসাধারণ শোভা দেখা যায় এই ব্রিজ থেকে। খবরে বলা হয়, ব্রিজ ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে জানানো হয়েছে, আগামীকাল ৩০ সেপ্টেম্বর খুলে দেয়া হবে এ ব্রিজ। তবে পর্যটকরা এই ব্রিজে পা রাখতে পারেন নিজেদের পরিচয়পত্র সোয়াইপ করে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট অগ্রিম বুক করা যাবে বলে উল্লেখ করা হয়েছে । ভূমি থেকে ৩০০ মিটার উঁচুতে ৪৩০ মিটার লম্বা, ৬ মিটার চওড়া এই ব্রিজটি তৈরি হয়েছে ৯৯টি তিন স্তরের কাচের শিট দিয়ে। শুরুতে একসঙ্গে ৮ হাজার পর্যটকের প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। তবে পর্যটকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় নিরাপত্তা ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হয়। মোবাইল ফোন এবং মানিব্যাগ ছাড়া আর কিছু নিয়ে এই ব্রিজে ওঠা যাবে না। আরও একটি কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ হাই হিলস পরে এই ব্রিজে উঠতে পারবেন না। এমনকি হাঁটার সময় রেলিংও ধরা যাবে না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাই হিলস পরে ওঠা যাবে না বিশ্বের উচ্চতম কাচের ব্রিজে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ