মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সপ্তাহ পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের জেরে শুরু হওয়া বিক্ষোভ চলছেই। বিক্ষোভকারীরা শহরের মেয়র, পুলিশ প্রধান ও আইন প্রণেতাদের পদত্যাগ দাবি করছে। ২০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় শার্লটে একটি অ্যাপার্টমেন্টের গাড়ি রাখার জায়গায় পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কট নামে এক কৃষ্ণাঙ্গর মৃত্যু হয়। পুলিশ অন্য এক ব্যক্তিকে ধরতে সেখানে অভিযান চালিয়েছিল। ওই রাত থেকেই সেখানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নগরবাসীকে সমান চোখে দেখার শিক্ষা নগর কর্মকর্তারা পুলিশকে দিতে ব্যর্থ হয়েছে। তারা শার্লটের মেয়র জেনিফার রবার্টস, শার্লট-মেকলেনবুর্গের পুলিশ প্রধান কের পুতনি এবং নগর কাউন্সিলের সদস্যদের পদত্যাগ দাবি করেছে। বিক্ষোভকারীদের একজন আইনজীবী ডারসেল চ্যান্ডলের বলেন, “যদি আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে এমন কাউকে খুঁজে বের করুন যিনি সেটা পারবেন।” ৪৩ বছর বয়সী স্কট সাত সন্তানের জনক। পুলিশ তাকে গুলি করার সময় ঘটনাস্থলে তার স্ত্রীও উপস্থিত ছিলেন। পুলিশের দাবি স্কটকে গাড়ি থেকে বের হয়ে আসার নির্দেশ দিলে তিনি হাতবন্দুক নিয়ে বের হন। যদিও স্কটের পরিবারের দাবি তার হাতে আগ্নেয়াস্ত্র নয় বরং বই ছিল। শুরুতে রাজি না হলেও পরে বিক্ষোভকারীদের চাপে পুলিশ বডিক্যামেরার ফুটেজ ও গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরার ফুটেজ জনসম্মুখে প্রকাশ করে। কিন্তু ওই ফুটেজে গাড়ি থেকে বেরিয়ে আসার সময় স্কটের হাত নিচের দিকে থাকলেও তার হাতে কী ছিল সেটা স্পষ্ট বোঝা যায়নি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।