Inqilab Logo

রোববার , ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

ফতুল্লায় যুবক খুন

গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২১, ১২:০১ এএম

ফতুল্লায় পাওনা টাকা নিয়ে দ্ব›েদ্বর জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল দুপুরে ফতুল্লার লাবনী ফুড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ফতুল্লার পাগলা নয়ামাটি তাজুরমাঠ সংলগ্ন রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া ও রফিকুল ইসলামের ছেলে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছুরিকাঘাত করা সোহেলকে ছুরিসহ এবং তার বাবাকে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই মামুন জানান, পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরেই ছুরিকাঘাত করে মাসুদকে হত্যা করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সোহেল নামে একজন ও তার বাবাকে আটক করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ