মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিশ জনসন বলেছেন, ইউরোপের জন্য তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত সোমবার আঙ্কারায় তুরস্কের ইউরোপীয় ইউনিয়ন বিষয়ক মন্ত্রী ওমর সেলিকের সাথে বৈঠকের সময় একথা বলেন। বৈঠকে জনসন বলেন, তুরস্ক সিরিয়ার শরণার্থীদের আশ্রয় দিয়ে ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তুরস্কের সরকার ও জনগণ শরণার্থীদের প্রতি যে উদারতা দেখিয়েছে তাতে তিনি মুগ্ধ বলেও জানিয়েছেন। এর আগে তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ প্রদেশে সিরিয়ার শরণার্থীদের জন্য নির্মিত কন্টেইনার সিটি পরিদর্শন করেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টারও নিন্দা জানান এবং তুরস্কের জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অভ্যুত্থানকারীদের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা তুর্কি জনগণ নস্যাৎ করে দিয়েছে। জনসন আরো বলেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তি প্রক্রিয়া সমর্থন করে যাবে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করছে, ইউরোপ নয় বলে তিনি যোগ করেন। তুর্কি ইইউ মন্ত্রী সেলিকও বলেন, ব্রিটেন ইইউ ত্যাগ করলেও তারা এখনো ইউরোপের অন্যতম পাওয়ার হাউজ। তিনি আরো বলেন, তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও ঐতিহাসিকভাবে তুরস্ক একটি ইউরোপীয় শক্তি। ১৫ জুলাইয়ের অভ্যুত্থান ব্যর্থ করে তুর্কি জনগণ প্রমাণ করেছে, তুরস্কের গণতন্ত্র বিশ্বমানের। বরিস জনসন মঙ্গলবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।