Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষের দা’র কোপে এক ব্যক্তি আহত

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২১, ১০:১৪ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রতিপক্ষের দা’র কোপে আমির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় দোয়ারাবাজারে রাজনপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায়। আমির হোসেন উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপর আংগাং গ্রামের নাজির আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে একই গ্রামের মরম আলীর ছেলে কবির উদ্দিন ভু্ট্রোর স্ত্রী ৪ সন্তানের জননী রেহেনা বেগমকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে নাজির আলমের ছেলে আমির হোসেন। এ আক্রোশে পক্ষদ্বয়ের মধ্যে প্রথম থেকেই বিরোধ চলে আসছিল। রোববার সন্ধ্যার আগ মুহূর্তে দোয়ারাবাজারে রাজনপুর জামে মসজিদ সংলগ্ন একটি ফার্মেসীর সামনে দেখা মাত্র কবির উদ্দিন ভুট্রো আমির হুসেনকে দা'দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে গা ঢাকা দেয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ও ওসি (তদন্ত) মনিরুজ্জান।

এ বিষয়ে জানতে চাইলে থানার ওসি দেবদুলাল ধর জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনামগঞ্জ

১১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ