Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কাশ্মীর নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারের সংকলন

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে দেয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি তার বক্তব্যকে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগের সংকলন হিসেবে আখ্যায়িত করেছেন। মালিহা লোধি বলেন, সবচেয়ে বড় মিথ্যাচার হচ্ছে এটা যে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর আগে জাতিসংঘে দেয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, জম্মু-কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং তা থাকবেও। পাকিস্তানকে কাশ্মীর দখলের স্বপ্ন ছাড়তে হবে। গত সোমবার জাতিসংঘে দেয়া বক্তব্যে সুষমা স্বরাজ ওই মন্তব্য করেন। পাকিস্তানের উদ্দেশে হুশিয়ারি দিয়ে সুষমা বলেন, যারা কাচের ঘরে বাস করেন তাদের অন্যকে পাথর ছোড়া উচিত নয়। বেলুচিস্তানে আপনারা যা করছেন তা রাষ্ট্রীয় পীড়নের ভয়ঙ্করতম নজির। জাতিসংঘে সুষমার বক্তব্য দেয়ার পর পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি টুইটারে দেয়া পোস্টে বলেন, কাশ্মীর নিয়ে বিতর্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি জাতিসংঘের এজেন্ডার সবচেয়ে প্রাচীনতম বিষয়। গোটা দুনিয়া তা জানে। তিনি আরো বলেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারের সংকলন এবং ভিত্তিহীন অভিযোগ। পার্স টুডে, দুনিয়া নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর নিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মিথ্যাচারের সংকলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ