Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরিন ইনফেকশন উপশমে মধু-পানি

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিন ইনফেকশন উপশমে কাজে আসতে পারে মধু ও পানির মিশ্রণ। হাসপাতালে সাধারণত যেসব রোগীদের বিছানা থেকে উঠা নিষেধ থাকে তাদের শরীরে ক্যাথেটার লাগিয়ে দেওয়া হয়। যুক্তরাজ্যের গবেষকরা বলেন, ক্যাথেটারের টিউব জীবানুদের অভয়ারণ্য এবং ওইসব জীবাণু মূত্রনালীতে সংক্রমণের জন্য দায়ী। বিবিসি জানায়, সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে পরীক্ষা করে দেখেছেন, আঠাল প্ল্যাস্টিকে জন্মায় এমন বেশ কিছু ব্যক্টেরিয়া মধু মিশ্রিত পানির মাধ্যমে নির্মূল করা সম্ভব। তাদের ফর্মূলা অনুযায়ী, ব্লাডারের ভেতর থাকা অবস্থায় ইউরিন ক্যাথেটার মধু মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করা কার্যকর হতে পারে। তবে এজন্য আরও অনেক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। প্রচীনকাল থেকে প্রকৃতিক ‘অ্যান্টিসেপ্টিক’ হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে পোড়া ক্ষতের চিকিৎসায় মধুর ব্যবহার বহু শতাব্দী ধরেই চলছে। গবেষকদের একজন ডা. এল ওয়ালীদ বলেন, “মধু কিভাবে এবং কেন জীবাণু প্রতিরোধক হিসেবে কাজ করে তা কেউ জানে না। ব্লাডারে মধুর ব্যবহার কতটা ভাল হবে আমি সেটাও জানি না। আমরাই প্রথম যারা এই বিষয়টি নিয়ে কাজ করছি।” ক্লিনিকি প্যাথলজি জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরিন ইনফেকশন উপশমে মধু-পানি

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ